কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় চারগুণ বেশি, প্রতিদিনই ২৭ লাখ টাকার লোকসান

Date: 2024-10-28
news-banner

দেশের প্রথম কর্ণফুলী টানেল, যা চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত, উদ্বোধনের এক বছর পরই আশানুরূপ সাফল্য দেখাতে ব্যর্থ হচ্ছে। ২০২৩ সালের ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেল উদ্বোধন করেন, এবং পরদিন থেকে যান চলাচল শুরু হয়। তবে টানেল কর্তৃপক্ষের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, প্রায় এক বছরে এই টানেলে প্রতিদিন গড়ে ৩ হাজার ৯১০টি গাড়ি চলাচল করলেও এর আয়-ব্যয় সুষমভাবে মেলানো সম্ভব হচ্ছে না।

টানেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে টানেলটি থেকে আয় হয়েছে ৩৭ কোটি ৪৪ লাখ টাকা, অর্থাৎ প্রতিদিন গড়ে টোল বাবদ আয় হচ্ছে ১০ লাখ ৩৭ হাজার টাকা। কিন্তু প্রতিদিন টানেলের রক্ষণাবেক্ষণ, কৃত্রিম অক্সিজেন, আলো সরবরাহ ও নিরাপত্তা ব্যয়ে খরচ হচ্ছে প্রায় ৩৭ লাখ ৪৭ হাজার টাকা। এতে প্রতিদিন ২৭ লাখ টাকারও বেশি লোকসান গুনতে হচ্ছে সরকারকে, যা আয়ের তুলনায় প্রায় চারগুণ বেশি।

বিশাল ব্যয়ের এই প্রকল্প থেকে সরকারের নিয়মিত লোকসানের কারণ হিসেবে টানেলের রক্ষণাবেক্ষণ ও অন্যান্য অতিরিক্ত ব্যয়কে উল্লেখ করা হচ্ছে।

Leave Your Comments