কোপা শামসু গ্রেপ্তার

Date: 2024-10-18
news-banner
মাদারীপুর: র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের সদস্যরা বিস্ফোরক দ্রব্য, মাদক, নারী নির্যাতন এবং ডাকাতিসহ ১২টি মামলার এজহারভুক্ত আসামি শামসুল সরদার ওরফে কোপা শামসুকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১০টায় র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট সন্ধ্যায় মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় মৃত হাসেম ফকিরের ছেলে মোনাচ্ছের ফকিরের দোচালা টিনের ঘরে প্লাস্টিকের ব্যাগে করে বিস্ফোরক দ্রব্য হাতবোমা (ককটেল) রেখে যায় কোপা শামসু ও তার সহযোগীরা। পরে ৩০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে সেই হাতবোমাটি মোনাচ্ছের ফকিরের ঘরে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় কোপা শামসুর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়।

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃত কোপা শামসু দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক, নারী ও শিশু নির্যাতন, ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে। তিনি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খোরশেদ সরদারের ছেলে এবং বয়স ৫২ বছর। স্থানীয়রা তাকে কোপা শামসু নামেই চেনে।

স্থানীয়রা কোপা শামসুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করলেও তিনি এতদিন গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন। তবে র‌্যাবের চৌকস একটি দল তাকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Leave Your Comments