ব্রাজিলের যুবারা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো

Date: 2025-02-17
news-banner
দক্ষিণ আমেরিকার যুব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চিলিকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক সেরে রেখেছিল ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। অন্যদিকে, আর্জেন্টিনার জন্য শিরোপা জিততে হলে প্রয়োজন ছিল অন্তত ৪ গোলের জয়। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে সেই লক্ষ্যে পৌঁছানো তো দূরের কথা, বরং ৩-২ গোলে হেরে শিরোপা-স্বপ্ন ভেঙেছে ক্লদিও এচেভেরির দলের।
ফাইনাল পর্বের শেষ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে অনেকটা হেসেখেলেই কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছে ব্রাজিলের যুবারা। শক্তিশালী দল হিসেবে শুরু থেকেই প্রতিপক্ষদের চাপে রেখে খেলে গেছে তারা। ফাইনাল পর্বেও ছিল সেই একই ধারা।
চিলির বিপক্ষে ম্যাচে ব্রাজিলের আক্রমণভাগ ছিল দুর্দান্ত। পুরো ম্যাচেই তারা আধিপত্য বিস্তার করে খেলেছে। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে তিনটি গোল আদায় করে নেয় ব্রাজিল। অন্যদিকে, আর্জেন্টিনা চেয়েছিল দুর্দান্ত এক প্রত্যাবর্তন ঘটাতে। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে প্রথম থেকেই ছন্দ খুঁজে পেতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত হেরে গিয়ে স্বপ্নভঙ্গ হয় এচেভেরির দলের।
এই শিরোপা জয়ের মাধ্যমে দক্ষিণ আমেরিকার যুব ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করলো ব্রাজিল। তাদের দলে একাধিক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছে, যারা ভবিষ্যতে সিনিয়র জাতীয় দলে বড় ভূমিকা রাখতে পারে। ব্রাজিলের এই দাপুটে পারফরম্যান্স তাদের বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করে তুলেছে ভক্ত-সমর্থকদের।

Leave Your Comments