নেইমারের জন্মদিন

Date: 2025-02-05
news-banner

 বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র আজ তার ৩২তম জন্মদিন উদযাপন করছেন। ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোতে জন্ম নেওয়া এই তারকা তার ফুটবল প্রতিভা দিয়ে গোটা বিশ্বকে মুগ্ধ করেছেন।

শৈশব থেকেই ফুটবলের প্রতি নেইমারের অদম্য ভালোবাসা তাকে দ্রুত উচ্চতায় পৌঁছে দেয়। ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পর ২০১৩ সালে তিনি ইউরোপের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনায় যোগ দেন। মেসি ও সুয়ারেজের সঙ্গে গড়ে তোলেন ভয়ংকর আক্রমণত্রয়ী (MSN), যা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণভাগ হিসেবে বিবেচিত হয়।

২০১৭ সালে তিনি রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে ফরাসি ক্লাব প্যারিস সাঁ-জার্মেই (PSG)-তে যোগ দেন, যা তাকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার বানিয়েছিল। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের হয়ে খেলছেন।

নেইমারের জন্মদিন উপলক্ষে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। ব্রাজিল জাতীয় দল ও তার বর্তমান ক্লাব আল-হিলালের পক্ষ থেকেও তাকে বিশেষ শুভেচ্ছা জানানো হয়েছে। ইনজুরির কারণে আপাতত মাঠের বাইরে থাকলেও, নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন তার অগণিত ভক্ত।

নেইমারের জন্মদিনে তার ফুটবল ক্যারিয়ারের অসংখ্য স্মরণীয় মুহূর্ত স্মরণ করছে ফুটবল বিশ্ব। তার দ্রুত মাঠে ফেরার প্রত্যাশায় রইল ভক্তদের শুভকামনা। শুভ জন্মদিন, নেইমার! 

Leave Your Comments