ক্রিকেটের মহারণে আবারও এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরলো বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা জয় করেছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বার এই সাফল্য অর্জন করে ক্রিকেটপ্রেমীদের হৃদয় জয় করেছে ইয়াং টাইগার্সরা।
ভারতের বিপক্ষে ১৯৮ রানের লক্ষ্য সামনে রেখেও দারুণ বোলিং নৈপুণ্যে বাংলাদেশ ম্যাচটিকে পরিণত করে একপেশে লড়াইয়ে। আল ফাহাদ, ইকবাল হোসাইন ইমন ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে বোলিং ইউনিট একের পর এক আঘাত হানতে থাকে। ভারতের ইনিংস থামে মাত্র ১৩৯ রানে।
ম্যাচের শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রাখে বাংলাদেশ। আল ফাহাদ ৪ রানেই তুলে নেন আয়ুশ মহাত্রের উইকেট। এরপর ইকবাল হোসাইন ইমনের দুর্দান্ত স্পেলে ভারতীয় শিবিরে ধস নামে। এক স্পেলে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ভারতকে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দেন ইমন। অধিনায়ক মোহাম্মদ আমান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও আজিজুল হাকিম তাকে আউট করে বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে দেন।
কিপার ফরিদ হাসানের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচে বাড়তি প্রাণ পেয়েছে টাইগাররা। তিনি একাই নিয়েছেন চারটি ক্যাচ।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল কঠিন। ওপেনাররা দ্রুতই ফিরে যান। তবে মাঝের দিকে রিজান ও শিহাব জেমস মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। শিহাব করেন ৪০ রান, আর রিজানের ব্যাট থেকে আসে ৪৭। তাদের বিদায়ের পর ফরিদ হাসান ১৯ বলে ১১ রানের লড়াকু ইনিংস খেলে দলকে নিয়ে যান ১৯৮ রানে।
দুবাইয়ের গ্যালারি প্রবাসী বাংলাদেশিদের সমর্থনে মুখর ছিল। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল সম্ভাবনার বার্তা দিয়েছে। যুব ক্রিকেটে টানা দ্বিতীয় শিরোপা দেশের ক্রিকেটে নতুন অধ্যায় রচনা করলো।
ফাইনালের এই অসাধারণ জয় কেবল শিরোপা জয়ের আনন্দই নয়, বরং ভবিষ্যতের জন্য আরও বড় সাফল্যের আশা জাগিয়েছে। এ জয় বাংলার ক্রিকেটে গৌরবময় অধ্যায় যুক্ত করল।