বিপিএলে আবারও টিকিট কাণ্ড, মিরপুরে ভাঙচুর ও অগ্নিসংযোগ

Date: 2025-01-02
news-banner

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের শুরুর দিকে ব্যবস্থাপনার হযবরল অবস্থা আবারও সামনে এলো। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে টিকিট নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়, যা একপর্যায়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে রূপ নেয়।

দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুরের সুইমিং কমপ্লেক্সের পাশে টিকিট বুথে বিক্ষোভ শুরু করেন টিকিট প্রত্যাশীরা। সকাল থেকেই বিপুল সংখ্যক দর্শক টিকিটের জন্য অপেক্ষা করছিলেন। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও টিকিট না পাওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়।

সাড়ে ১১টার দিকে উত্তেজিত দর্শকরা বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন। এক পর্যায়ে বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে টিকিট বুথে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে একদল বিক্ষুব্ধ ব্যক্তি টিকিট বুথে আগুন ধরিয়ে দেন।

বিক্ষোভের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি শান্ত হয় এবং জায়গাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীদের মতে, টিকিট বিক্রির অব্যবস্থাপনার কারণে এমন ঘটনা ঘটেছে। দীর্ঘ অপেক্ষার পরও টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকরা এ ধরনের পদক্ষেপ নেন।

বিপিএলের এবারের আসরের টিকিট মূলত অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো থেকেও টিকিট কেনার সুযোগ রাখা হয়েছে। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকার কারণে বিশেষ ব্যবস্থায় টিকিট সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত ছিল না।

উদ্বোধনী দিনে স্টেডিয়ামের গেটে ভাঙচুরের পরেও বিসিবি টিকিট বিতরণে কোনো কার্যকরী সমাধান আনতে পারেনি। এ কারণে একই ধরনের ঘটনা পুনরায় ঘটেছে।

বিপিএল শুরু হওয়ার পর থেকে বারবার টিকিট ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ উঠছে। এ ঘটনায় বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা।

Leave Your Comments