শীতের আগেই চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

Date: 2024-10-29
news-banner
দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য তাকে শিগগিরই যুক্তরাজ্যের লন্ডনে পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, লন্ডনের কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে ইতোমধ্যে তার চিকিৎসা সংক্রান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি তার বিদেশ যাত্রার অনুমতি পাওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়েও অবগত করা হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ বলেছেন, "লন্ডনে তীব্র শীত পড়ার আগেই বেগম জিয়াকে সেখানে নিতে চাই। এজন্য বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার চেষ্টা চলছে, যেখানে তার প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা থাকবে।"

বিএনপি নেত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছেন এবং একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আওয়ামী লীগ সরকার তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরবর্তীতে দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার বাংলাদেশেই করা হয়। সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের ফলে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়। দুর্নীতির দুটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন খালেদা জিয়া।

বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসার প্রস্তুতি নিচ্ছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি মিললেই শিগগিরই তাকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হবে।

Leave Your Comments