চিত্রজগতের প্রিয়মুখ কাজী মারুফের জন্মদিন আজ

Date: 2024-12-04
news-banner

জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা কাজী মারুফ আজ (৪ ডিসেম্বর) ৪৩ বছরে পা দিলেন। ছোটবেলা থেকে চলচ্চিত্র জগতে যুক্ত হয়ে নিজ প্রতিভার স্বাক্ষর রেখে যিনি দ্রুতই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতের পুত্র মারুফের চলচ্চিত্র যাত্রা শুরু হয় তার বাবার পরিচালিত ছবি ‘ইতিহাস’ দিয়ে। এই ছবিতেই অভিনয়ের জন্য তিনি অর্জন করেন বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে তার প্রথম সিনেমায় উপস্থিতি ছিল শৈশবে, মাত্র ৮ মাস বয়সে, ১৯৮২ সালের ২১ অক্টোবর মুক্তি পাওয়া শিশুতোষ চলচ্চিত্র ‘খোকনসোনা’-তে।

কাজী মারুফের পড়াশোনা শুরু হয় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে, যেখানে তিনি ‘ও লেভেল’ শেষ করেন। পরবর্তীতে মাস্টার মাইন্ড স্কুল থেকে ‘এ লেভেল’ সম্পন্ন করেন। ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি, একই দিনে তিনি বিশ্ববিদ্যালয় জীবন শুরু করার পাশাপাশি চলচ্চিত্র জীবনেরও সূচনা করেন। সকালে বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন শেষ করে বিকেলে তিনি ‘ইতিহাস’ সিনেমার মহরতে যোগ দেন।

পরে তিনি লন্ডন স্কুল অব কমার্স থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।

চলচ্চিত্রের প্রতি তার নিবেদন ও শিক্ষা জীবনের সাফল্য তাকে একটি অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তার অভিনয় দক্ষতা ও সৃজনশীল কাজের মাধ্যমে তিনি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন।

কাজী মারুফের জন্মদিনে তার ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। চলচ্চিত্রপ্রেমীরা আশা করছেন, তিনি আরও সাফল্যের সঙ্গে বাংলা চলচ্চিত্রে অবদান রাখবেন।

Leave Your Comments