আবারো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ টি জলকপাট

Date: 2024-09-14
news-banner
ডেস্ক নিউজ :
পানির স্তর বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারও ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে জলকপাটগুলো খুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের গণমাধ্যমকে বলেন, হ্রদে পানি বেড়ে যাওয়ায় আজ সন্ধ্যা ৬টা থেকে ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। পানি বিপৎসীমার নিচে নেমে গেলে বন্ধ করে দেওয়া হবে।

এর আগে গত ২৫ আগস্ট সকাল ৮টায় প্রথম ধাপে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরে পানি কমে আসায় ৯ সেপ্টেম্বর জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়।

Leave Your Comments