সিরাজগঞ্জ প্রতিনিধি :
বৈরী আবহাওয়া যমুনা নদীতে ঢেউ ও স্রোত থাকার কারণে সিরাজগঞ্জে শুরু হয়েছে নদী ভাঙ্গন ঝুঁকির মধ্যে রয়েছে নদী রক্ষাকারী বাধ। সিরাজগঞ্জ কাজিপুরে মেঘাই নামক জায়গায় যমুনা নদীর
ভাঙ্গন শুরু হয়েছে। এলাকাবাসীসহ সেনাবাহিনীর সদস্যগন কাজ করে যাচ্ছে ভাঙ্গনরোধে। জিও ব্যাগে বালু ভরে দেওয়া হচ্ছে যাতে ভাঙ্গনরোধ হয়। এসময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, যমুনা নদীর পানি কমার কারণে কাজিপুরের মেঘাই এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। যমুনা নদীতে ঢেউ এবং স্রোত থাকার কারণে এ ভাঙ্গন হচ্ছে। বালু ভর্তি জিও ব্যাগ দেওয়া হচ্ছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে।