যমুনা সেতুর পশ্চিমে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

Date: 2024-10-17
news-banner
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সা‌ড়ে ৭টার দি‌কে সীমান্তবাজার মহাসড়কে উত্তরবঙ্গগামী রোডের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের সাথে পিছন থেকে অপর একটি পিকআপ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ট্রাকটি থামিয়ে চালক চাকা পরিবর্তন করছিলেন। এ সময় ঢাকাগামী একটি মালবাহী পিকআপ দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষে পিকআপের চালক ও তার হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, "দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।"

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে যানজট নিরসন করে।

Leave Your Comments