জামায়াত আমির: 'জুলাই বিপ্লব ১৮ কোটি মানুষের কৃতিত্ব, নেতৃত্ব যুব সমাজের'

Date: 2024-12-02
news-banner

 জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "জুলাইয়ের বিপ্লব কোনো দলের বা গোষ্ঠীর একার কৃতিত্ব নয়। এটি আল্লাহর কৃতিত্ব। দুনিয়ার দৃষ্টিতে এই কৃতিত্ব ১৮ কোটি মানুষের, আর নেতৃত্বের কৃতিত্ব আমাদের যুব সমাজের।" সোমবার (২ ডিসেম্বর) পিরোজপুরের নেছারাবাদ উপজেলা সদরের বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন। ঝালকাঠি থেকে সড়কপথে ঢাকায় যাওয়ার পথে নেছারাবাদ উপজেলা জামায়াত আয়োজিত এ পথসভায় যোগ দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, "আমাদের ওপর একটা অন্ধকার পর্বত জমা ছিল। আল্লামা সাইদীসহ যেসব মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তাদের রক্তের ফোঁটা ও ১৮ কোটি মজলুম মানুষের চোখের পানি আল্লাহ কবুল করেছেন। এর বিনিময়েই আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন।"

তিনি আরও বলেন, "আজকের এই মুক্তি এমনি এমনি আসেনি। সাড়ে ১৫ বছরে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, অনেকে পঙ্গু হয়েছে, লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছে, আর অসংখ্য মানুষ বারবার জেলে গেছে। আলেম-ওলামা ও জাতি-ধর্ম নির্বিশেষে সবাই কোরবানি দিয়েছে। এত জীবনের বিনিময়ে আমরা আজকের এই স্বস্তি ফিরে পেয়েছি। যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুন।"

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, "জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নির্যাতিত মানুষের রক্তে জুলাই বিপ্লব হয়েছে। তাই এর কৃতিত্ব সবার। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই। দুর্নীতি, সন্ত্রাস, এবং চাঁদাবাজমুক্ত দেশ চাই। এমন একটি ইনসাফপূর্ণ দেশ গড়তে আপনাদের সমর্থন চাই। যতদিন ন্যায়ের পথে থাকব, ততদিন আমাদের পাশে থাকবেন। বিভ্রান্তির পথে গেলে আমাদের প্রতিহত করবেন। আমরা আর রক্ত চাই না, আমরা ইনসাফ চাই।"

পথসভায় সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদীর ছেলে ও আল্লামা সাইদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাইদী, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির তাফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মো. জহিরুল হক, এবং নেছারাবাদ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আবদুল রশিদ।

পথসভা শেষে জামায়াতের আমির ছারছীনা দরবারে গিয়ে কুশল বিনিময় করেন এবং সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

Leave Your Comments