জুহি চাওলার জন্মদিন: জনপ্রিয় অভিনেত্রী, প্রযোজক ও মডেলকে শুভেচ্ছা

Date: 2024-11-13
news-banner

আজ ১৩ নভেম্বর বলিউডের খ্যাতিমান অভিনেত্রী, মডেল এবং প্রযোজক জুহি চাওলার জন্মদিন। ১৯৬৭ সালে জন্মগ্রহণকারী এই বহুমুখী প্রতিভা ১৯৮৪ সালে মিস ইন্ডিয়া খেতাব জিতে বলিউডে যাত্রা শুরু করেন এবং একের পর এক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে ভারতীয় চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার অভিনয়শৈলী, বিশেষ করে কমেডিক টাইমিং ও আকর্ষণীয় অন-স্ক্রীন উপস্থিতি, তাকে হিন্দি চলচ্চিত্রে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।

তার প্রথম সিনেমা সুলতানাত (১৯৮৬) হলেও, কায়ামত সে কায়ামত তাক (১৯৮৮) চলচ্চিত্রের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন। এরপর স্বরগ, রাজু বান গেয়া জেন্টলম্যান, ডর, ইশক, ইয়েস বস, এবং দিওয়ানা মাস্তানা-র মতো বহু হিট চলচ্চিত্রে অভিনয় করে তিনি শীর্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে তিনি আর্ট হাউস চলচ্চিত্রেও প্রশংসিত হন, যেমন মাই ব্রাদার... নিখিল, আই এম, ও গুলাব গ্যাং

চলচ্চিত্রজগতে কাজের বাইরে, চাওলা দাতব্য কার্যক্রম ও টেলিভিশন রিয়েলিটি শোতেও সক্রিয়। তিনি আইপিএল ক্রিকেট দল কোলকাতা নাইট রাইডার্সের সহ-মালিকও। ব্যক্তিগত জীবনে তিনি ব্যবসায়ী জে মেহতার সঙ্গে বিবাহিত এবং তাদের দুটি সন্তান রয়েছে।

জুহি চাওলার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে তার অগণিত ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছাবার্তা দিয়েছেন। বলিউডে তার অনবদ্য অবদানের জন্য তিনি আজও দর্শকদের হৃদয়ে বিশেষভাবে জায়গা করে আছেন।

Leave Your Comments