চট্টগ্রামে একটি নির্মম হত্যাকাণ্ডের ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ২০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মো. শাহাদাত হোসেন নামে এক তরুণকে দুটি খুঁটির সঙ্গে বেঁধে কয়েকজন যুবক গান গেয়ে মারধর করছেন। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর, ঘটনাটি জনগণের দৃষ্টি আকর্ষণ করে।
ঘটনাটি মূলত ঘটে গত ১৪ আগস্ট চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান উড়ালসড়কের নিচে ২ নম্বর গেট মোড় এলাকায়। কিন্তু ভিডিওটি ২১ সেপ্টেম্বর ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা ঘটনার বিষয়ে নতুন করে আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা শাহাদাত হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার পাঁচবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা হলেও, তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে বাস করতেন এবং নগরের একটি ফলমণ্ডির দোকানে কাজ করতেন।
১৪ আগস্ট রাতে প্রবর্তক এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন তার চাচা মো. হারুন পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। তবে মামলায় হত্যার কারণ বা শাহাদাতের কারো সঙ্গে কোনো বিরোধ থাকার বিষয়টি উল্লেখ করা হয়নি।
শাহাদাতের চাচা মো. হারুন এজাহারে জানান, ১৩ আগস্ট দুপুর ২টার দিকে কর্মস্থলের উদ্দেশে বের হন শাহাদাত। সন্ধ্যা ৭টার দিকে স্ত্রী শারমিন আক্তারের সঙ্গে ফোনে কথা বলে বাসায় আসার কথা জানান। কিন্তু রাত গভীর হলেও তিনি বাসায় ফেরেননি। পরদিন রাতে তার মৃতদেহের ছবি ফেসবুকে দেখে পরিবার তাকে শনাক্ত করে।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ রইছ উদ্দিন জানান, ভিডিওটি পুলিশের নজরে আসার পর তদন্ত শুরু করা হয়। শাহাদাতের স্ত্রী ভিডিওতে দেখানো ব্যক্তিকে শনাক্ত করেছেন। তবে এখনও মারধরকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ তাদের ধরতে কাজ করে যাচ্ছে।
এ ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ ভিডিওটি ঘিরে অনেক প্রশ্ন রয়ে গেছে, বিশেষ করে হত্যার কারণ এবং এর পেছনে থাকা ব্যক্তিদের পরিচয় নিয়ে।