জয়পুরহাটে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

Date: 2024-11-01
news-banner
জয়পুরহাট জেলা শহরের একই স্থানে একই সময়ে বিএনপির দুই পক্ষ পৃথক কর্মসূচির ঘোষণা দেওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সদর উপজেলার পুরো এলাকায় শুক্রবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আইন কার্যকর থাকবে।

জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, জয়পুরহাট পৌর ও সদর থানা বিএনপি নিজেদের সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। এ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং এক নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানকে নিয়ে অন্য পক্ষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। বিএনপির পৌর আহ্বায়ক মতিয়র রহমান অভিযোগ করেন, তাকে এবং তার সমর্থকদের সম্মেলন থেকে বাদ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে তার পক্ষ থেকে জেলা শহরে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়, যা গত কয়েক দিন ধরে চলছিল।

এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহাউদ্দিন জাহাঙ্গীর জানান, দুই পক্ষ একই সময়ে একই স্থানে কর্মসূচি আয়োজন করায় আইনশৃঙ্খলার অবনতির সম্ভাবনা রয়েছে। জন-সাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে পুরো সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি বলেন, "বিএনপির দুই পক্ষের কর্মসূচি সংঘাতের দিকে যাওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

১৪৪ ধারা জারি থাকায় পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান বলেন, "এখন আমাদের কর্মসূচি পালন করা সম্ভব নয়। তাই আমরা শুক্রবার আর কোনো কর্মসূচি করব না।" তবে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Leave Your Comments