জনপ্রিয় টিকটকার গ্রেফতার

Date: 2024-09-25
news-banner

পাকিস্তানের জনপ্রিয় টিকটকার নাদিম মোবারক, যিনি "নাদিম নানি ওয়ালা" নামে পরিচিত, তাকে তার গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহারের অভিযোগে দেশটির পুলিশ গ্রেফতার করেছে। সোমবার, ২২ সেপ্টেম্বর, এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

লাহোরের ডিফেন্স এলাকার স্টেশন হাউস অফিসার (এসএইচও)-এর মতে, নাদিমকে মেইন বুলেভার্ড ডিফেন্স এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় থামানো হয়। পুলিশ তার গাড়ির নম্বর প্লেটটি সন্দেহজনক মনে করলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে এবং পুলিশি হেফাজতে নেয়া হয়।

গ্রেফতারের পর ডিফেন্স পুলিশ তার গাড়িটি জব্দ করে এবং নাদিম নানি ওয়ালার বিরুদ্ধে অবৈধভাবে ভুয়া নম্বর প্লেট ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করে। তাকে আটকের সময় তার গাড়ির নম্বর প্লেট ছিল ‘আইকে ৮০৪’।

Leave Your Comments