সিরাজগঞ্জের নিমগাছি কলেজ মাঠে অনুষ্ঠিত এক জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র সম্পর্কে কথা বলেছেন। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
টুকু বলেন, “প্রত্যেক হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান আমাদের আমানত। কেউ তাদের নির্যাতন করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ নিজেদের স্বার্থে ষড়যন্ত্র করছে, ছাত্রলীগের নামে হামলা চালাচ্ছে। সবাইকে সজাগ থাকতে হবে যাতে কোনো ষড়যন্ত্র সফল না হয়।”
তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, “খুনি হাসিনার আদালত আমাকে ৯ বছরের সাজা দিয়েছিল। আমি তার রায় মানিনি, তার জেলেও যাইনি। বিদেশ থেকে প্রযুক্তির মাধ্যমে দলের সঙ্গে যোগাযোগ রেখে আন্দোলন পরিচালনা করেছি। এখন আবারও হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তবে আমাদের লড়াই এখনও শেষ হয়নি।”
টুকু দাবি করেন, “আজ হাসিনার পতন হয়েছে। তার অহংকার এমন জায়গায় পৌঁছেছিল যে, তিনি ভাবতেন আল্লাহর পরেই তিনি। কিন্তু জনগণ তাকে দেখিয়ে দিয়েছে তার আসল জায়গা। খালেদা জিয়াকে ফেলে দেওয়ার ষড়যন্ত্রকারীরা এখন নিজেরাই অসহায়।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ দেশে লুটপাট করে ক্ষতি করেছে, তাই দেশকে সংস্কার করা অত্যন্ত জরুরি। বিএনপির ৩১ দফা সেই সংস্কার পরিকল্পনার প্রতিফলন। তারেক রহমান দেশের ভবিষ্যৎ পথ প্রদর্শক হবেন।”
সভায় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে টুকু সতর্ক বার্তা দেন, “আওয়ামী লীগ হলো সাপের মতো। তাদের থেকে সাবধান থাকতে হবে। তাদের সঙ্গে চলাফেরা করা যাবে না। আমাদের লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। তাই সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।”
রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. দুলাল হোসেন খান, তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল রহমান টুটুল ও সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম সরকারের পরিচালনায় ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী, রায়গঞ্জ পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী।
জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সভায় সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সভায় উপস্থিত নেতারা বিএনপির সংগ্রামী চেতনা ও সংগঠনের ঐক্য নিয়ে আশাবাদ প্রকাশ করেন।