টলিউড সুপারস্টার জিৎ নিজের জন্মদিনে ভক্ত ও পরিবারের সঙ্গে কাটালেন একটি বিশেষ দিন, যা ছিল তার জন্য অনন্য। প্রথমবারের মতো ছেলে রোনভকে ভক্তদের সামনে আনলেন অভিনেতা। নিউ আলিপুরের 'শামিয়ানা' রেস্টুরেন্টের সামনে সকাল থেকেই শুরু হয় ভক্তদের ভিড়। বৃষ্টিস্নাত সকালে ভক্তদের এই উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয় জিতের উপস্থিতি।
সকাল থেকেই 'শামিয়ানার' সামনে ভিড় জমতে থাকে। কেউ নিয়ে এসেছিলেন উপহার, কেউবা কেক। জিতের এক ঝলক দেখার জন্য অপেক্ষা করতে করতে ব্যারিকেডের ওপারে ভক্তদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। অবশেষে দুপুরে পরিবারের সঙ্গে বারান্দায় এসে হাত নাড়িয়ে ভক্তদের শুভেচ্ছা জানান জিৎ।
এরপর নেমে আসেন নিচে। সেখানে প্রায় ৩০টির বেশি কেক কেটে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন আনন্দের মুহূর্ত। ভক্তদের জন্য তার বিখ্যাত সিনেমার কিছু ডায়লগও উপহার দেন তিনি।
এই জন্মদিন ছিল আরও বিশেষ, কারণ প্রথমবারের মতো জিৎ তার ছেলে রোনভকে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। স্ত্রী মোহনা, মেয়ে নবন্যা ও পরিবারের বাকি সদস্যরাও ছিলেন সঙ্গে। ভক্তদের কাছে রোনভকে তুলে ধরে জিৎ বলেন, “এই প্রথমবার আপনাদের সঙ্গে আমার ছেলের পরিচয় করালাম। আমার দুই পরিবার—একটি রক্তের সম্পর্কের, আরেকটি ভালোবাসার সম্পর্কের। এভাবেই সবাই আমাকে ভালোবাসুন।”
জিৎ শুধু ভক্তদের ভালোবাসা গ্রহণ করেই থেমে থাকেননি, তাদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন। বৃষ্টির মধ্যেও ভক্তদের উচ্ছ্বাসে বিন্দুমাত্র কমতি দেখা যায়নি।
জন্মদিনের শেষে জিৎ তার ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকুন।”
উপহার, কেক, শুভেচ্ছা ও ভালোবাসার এই দিনে আরও একবার প্রমাণ হলো, জিৎ শুধু একজন সুপারস্টার নন, ভক্তদের হৃদয়ের একজন প্রিয় মানুষ। জন্মদিনে ভক্তদের সঙ্গে এমন বিশেষ মুহূর্ত কাটানোর জন্য তাকে ভক্তরা আরও একবার নিজের প্রিয় মানুষ হিসেবে তুলে ধরলেন।
এভাবেই দুই পরিবারের সঙ্গে সময় কাটিয়ে নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখলেন টলিউডের এই সুপারস্টার।