জমজমের পানি পানের আদব নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি আরব

Date: 2024-11-18
news-banner

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জমজম কূপের পবিত্র পানি পানের সময় মুসল্লিদের জন্য কিছু নতুন নির্দেশনা দিয়েছে। কাবা শরিফ ও মসজিদে নববীতে জমজমের পানি পানের সময় শান্ত থাকা, আল্লাহর সন্তুষ্টি কামনা করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলেছে, জমজমের পানি পান করার সময় আল্লাহর নাম স্মরণ করতে হবে এবং ডান হাতে পানি পান করতে হবে। পবিত্র এই পানির প্রতি সম্মান জানিয়ে পানি যাতে ছড়িয়ে না পড়ে এবং ট্যাপ ছেড়ে অযু না করা হয়, সে বিষয়েও বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

মুসল্লিদের উদ্দেশে আরও বলা হয়েছে, পানি পানের পর ব্যবহৃত কাপ নির্দিষ্ট স্থানে রাখতে হবে। পাশাপাশি ভিড় এড়িয়ে চলা, ঠেলাঠেলি না করা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্যও অনুরোধ করা হয়েছে।

প্রতিদিন হাজার হাজার মুসল্লি ওমরাহ পালন করতে মক্কায় ভিড় করছেন। বেশিরভাগ মুসল্লি ওমরাহ শেষে মদিনার মসজিদে নববীতে যান। এই বিপুল সংখ্যক মানুষের শৃঙ্খলা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ নিয়মিত নতুন নির্দেশনা দিয়ে থাকে।

এই নির্দেশনা মুসল্লিদের জমজমের পানি পানের সময় পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা বজায় রাখতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।


Leave Your Comments