বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সরকারি চাকরির গেজেট থেকে মামলা না থাকলে প্রার্থীকে বাদ না দেওয়ার বিধি চূড়ান্ত করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংস্থাটির পূর্ণ কমিশনের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
পিএসসির একজন কর্মকর্তা জানান, সরকারি চাকরি (প্রার্থীর প্রাক্-পরিচয় যাচাই) বিধিমালা-২০২৫ চূড়ান্ত করা হয়েছে। পরবর্তী সময়ে এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিসিএসসহ সব সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে।
তিনি আরও বলেন, ‘বিসিএসে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও রাজনৈতিক ও অন্যান্য নানা কারণে প্রার্থীদের গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকি সরকারি চাকরির সব যোগ্যতা পূরণ করলেও অনেককে নিয়োগ দেওয়া হয়নি। এ সমস্যা দূর করতেই নতুন বিধিমালা চূড়ান্ত করা হয়েছে। এই বিধি অনুযায়ী, যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে মামলা না থাকে, তবে তাকে চাকরির গেজেট থেকে বাদ দেওয়া যাবে না।’
ওই কর্মকর্তা আরও জানান, শুধু মামলার বিষয়টি নয়, সরকারি চাকরি বিধিমালা-২০২৫-এ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংযোজন করা হবে। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
পিএসসির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন চাকরিপ্রার্থীরা। তারা মনে করছেন, এই নতুন বিধি সরকারি চাকরিতে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করবে। একই সঙ্গে রাজনৈতিক ও অপ্রাসঙ্গিক কারণ দেখিয়ে যোগ্য প্রার্থীদের চাকরি বঞ্চিত করার প্রবণতা কমবে বলে তাদের আশা।
পিএসসিতে এখনো পূর্ণ কমিশনের সভা চলমান রয়েছে এবং পরবর্তী সময়ের আলোচনায় আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।