বাংলাদেশ সেনাবাহিনী ৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে ‘কমিশন্ড অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ৩ জানুয়ারি থেকে ২১ মার্চ ২০২৫ সালের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের যোগ্যতা
১. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ-৫ এবং অন্যটিতে জিপিএ-৪.৫০ থাকতে হবে।
২. ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে:
‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ গ্রেড এবং ৩টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে।
‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড পেতে হবে।
অথবা,
‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং একটিতে ‘সি’ গ্রেড থাকতে হবে।
‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে একটিতে ‘এ’ গ্রেড এবং একটিতে ‘বি’ গ্রেড থাকতে হবে।
৩. ২০২৫ সালের এইচএসসি বা ‘এ’ লেভেলের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে তাদের ক্ষেত্রে এসএসসিতে অবশ্যই জিপিএ-৫ এবং ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ গ্রেড এবং ৩টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে।
বয়সসীমা ১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৬.৫ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।