"জীবন দেব, কিন্তু দেশের জমি দেব না": ফরিদপুরে জামায়াতের কর্মী সম্মেলনে আমিরের দৃঢ় প্রত্যয়

Date: 2024-12-01
news-banner

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "জীবন দেব, তবু দেশের এক ইঞ্চি জমি কাউকে দেব না।" রোববার (১ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলনটি ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, "যে জাতি ঐক্যবদ্ধভাবে লড়াই করে, তাকে কেউ পরাজিত করতে পারে না। আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আল্লাহর ওপর ভরসা রেখে সব চ্যালেঞ্জ মোকাবিলা করব।" তিনি আরও বলেন, জনগণের প্রতি সম্মান প্রদর্শন করে তাদের মুক্তির জন্য কাজ করতে পারলে একটি সোনালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

জামায়াতের আমির তার বক্তব্যে ধর্মীয় সহাবস্থানের অঙ্গীকার করেন। তিনি বলেন, "আমরা এমন একটি দেশ চাই, যেখানে মন্দির, মসজিদ, গির্জা, এবং প্যাগোডায় পাহারার প্রয়োজন হবে না। মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্মানের সঙ্গে বাস করতে পারবে।"

তিনি জামায়াতের বিরুদ্ধে প্রচারিত ভুল তথ্য নিয়েও কথা বলেন। তিনি বলেন, "জামায়াত কখনোই মহিলাদের পোশাক পরিধানের ক্ষেত্রে জোর করবে না। যারা মর্যাদার প্রতীক হিসেবে বোরকা পরতে চান, তারা তা পরবেন। অন্য ধর্মের মানুষের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার প্রশ্নই আসে না।"

পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, "এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। আমরা জানতে চাই এর পেছনে কারা ছিল।" তিনি আওয়ামী লীগ সরকারকে দেশপ্রেমিক নয় বলে আখ্যায়িত করেন এবং অভিযোগ করেন, "এক লাখ টাকার উন্নয়নে পাঁচ লাখ টাকা ব্যয় দেখিয়ে চার লাখ টাকা বিদেশে পাচার করা হয়েছে।"

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ হামিদুর রহমান আযাদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসেন। সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় শুরা সদস্য আবদুদ তাওয়াব, আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহসার মাবুরুর, এবং আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান মওদুদ।

এই কর্মী সম্মেলনটি জামায়াতের কর্মী ও সমর্থকদের মধ্যে ঐক্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আশাবাদ জাগিয়েছে। ডা. শফিকুর রহমান তার বক্তব্যে কর্মীদের নৈতিক মান উন্নত করার আহ্বান জানান এবং দেশের কল্যাণে আরও বড় ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করেন।

Leave Your Comments