বৃষ্টিতে যশোরের ৯০ শতাংশ হ্যাচারি তলিয়ে গেছে

Date: 2024-09-16
news-banner

স্বাধীন ডেস্ক :

গত তিন দিনের টানা ভারী বর্ষণের কারণে বাংলাদেশের বৃহত্তম মৎস্য পোনা উৎপাদন ও বিপণন কেন্দ্র যশোর শহরতলীর চাঁচড়া মৎস্য পল্লী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় অর্ধশতাধিক পুকুরে সংরক্ষিত মাছের পোনা তলিয়ে গেছে, যা এলাকার হ্যাচারি মালিকদের জন্য বিরাট অর্থনৈতিক বিপর্যয়ের সৃষ্টি করেছে।

যশোরে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত অব্যাহত ছিল। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত যশোর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত তিন দিনে যশোরে মোট ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শনিবার ও রোববার যথাক্রমে ১৯৭ মিলিমিটার এবং আজ সোমবার ২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

চাঁচড়া মৎস্য পল্লীর হ্যাচারিগুলোতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা মজুদ ছিল, যা বন্যার পানিতে তলিয়ে যায়। জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির তথ্যমতে, এই বিপুল পরিমাণ বৃষ্টিপাত এবং পুকুর তলিয়ে যাওয়ার ফলে হ্যাচারি মালিকেরা প্রায় ২৫ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ক্ষতিগ্রস্ত মৎস্য হ্যাচারি মালিকরা জানিয়েছেন, পুকুরের পানি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, যার ফলে পোনা ভেসে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তারা স্থানীয় প্রশাসনের কাছে সহায়তার আবেদন করেছেন এবং ক্ষতিপূরণ দাবি করছেন।

এই প্রাকৃতিক বিপর্যয়ে স্থানীয় অর্থনীতি ও মৎস্য শিল্পের ওপর মারাত্মক প্রভাব পড়েছে, যা পুনরুদ্ধারে সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।



Leave Your Comments