যে ১৩ অঞ্চলে হতে পারে ঝড়

Date: 2024-09-27
news-banner


গত কয়েকদিনের মৃদু তাপপ্রবাহের পর রাজধানীসহ দেশের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে এই পরিস্থিতিতে দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঝড়ো হাওয়ার সতর্কতা:

১৩টি অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত জারি করতে বলা হয়েছে। ঝড়ো হাওয়ার কারণে এসব এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস:

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত রংপুর বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস:

শনিবার সকাল থেকে রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের ফলে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং নদীপথে যাতায়াতকারী নৌযানগুলোকেও সতর্ক অবস্থায় চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়ার এ ধরনের পরিবর্তন আগামী কয়েকদিন ধরে অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। জনসাধারণকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি আবহাওয়ার খবরে নজর রাখার অনুরোধ করা হয়েছে।

Leave Your Comments