জাতীয় শোক দিবস ঘোষণার দাবিতে স্মারকলিপি জমা, ড. ইউনূসের ফোনে আশ্বাস পেলেন সোহেল তাজ

Date: 2024-11-04
news-banner
জাতীয় শোক দিবস ঘোষণাসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। গতকাল রোববার স্মারকলিপি জমা দেওয়ার পর আজ সোমবার সকালে ড. ইউনূস ফোনে সোহেল তাজের সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে সোহেল তাজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সবাইকে অবহিত করেন।

পোস্টে সোহেল তাজ লেখেন, “আপনারা সবাই শুনে আনন্দিত হবেন যে আজকে সকালে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস আমাকে ফোন করেছিলেন এবং ওনার সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমদ এবং জাতীয় চার নেতার অবদানের কথা তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তিনি আমাকে আশ্বস্ত করেন যে তিনি পদক্ষেপ নেবেন যাতে নতুন প্রজন্ম আমাদের মহান মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারে।”

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতা – সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। ঐ দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করার দাবি দীর্ঘদিন ধরেই উঠে আসছে।

Leave Your Comments