রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

Date: 2024-12-07
news-banner

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় মেলা উদযাপন নিয়ে উত্তেজনার জেরে এই সংঘর্ষ হয়। বিএনপির কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল।

শুক্রবার বিকেলে গোলাম আকবর খন্দকারের অনুসারীরা বিজয় মেলা উদযাপনের দাবিতে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন। এই খবর পেয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে সেখানে পৌঁছান। এরপর উভয়পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাসেল বলেন, "রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

Leave Your Comments