জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু গ্রেপ্তার

Date: 2024-11-15
news-banner

বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হাতিরঝিল থানায় দায়ের করা একটি মামলায় গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হাতিরঝিল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রাথমিকভাবে জানা গেছে, গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, যার ভিত্তিতে হাতিরঝিল থানায় মামলা হয়। স্থানীয় লোকজন তাকে সন্দেহজনকভাবে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।


Leave Your Comments