সংস্কার আলোচনায় দীর্ঘসূত্রিতা দেশের সংকট বাড়াবে: তারেক রহমান

Date: 2025-02-02
news-banner

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা হলে দেশ সংকটে পড়বে এবং ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে। তিনি বলেন, নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়নের কোনো পথ নেই

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

তারেক রহমান বলেন,
"যদি নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হয়, যদি সংস্কারের আলোচনা দীর্ঘায়িত করা হয়, তাহলে সেই স্বৈরাচার, যাকে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করেছে, সে আবার সুযোগ পাবে মানুষের কাঁধে চেপে বসার।"

তিনি আরও বলেন,
"যারা সংস্কারের কথা বলছেন, তাদের কাছে রাজনৈতিক দলের পক্ষ থেকে আহ্বান জানাই—দয়া করে এই আলোচনাকে দীর্ঘায়িত করবেন না। কারণ, যতদিন এই আলোচনা চলবে, ততদিন দেশ সংকটের মুখে পড়বে এবং ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে।"

তারেক রহমান বলেন,
"সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করতে হলে প্রথমেই নির্বাচন প্রয়োজন। জনগণের ভোটের মাধ্যমেই দায়িত্ব দেওয়া হবে সংস্কারের কাজ সম্পাদনের জন্য।"

তিনি আরও বলেন,
"কেউ কেউ প্রশ্ন করেন, নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হবে? আমি বলি, সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হবে না, তবে নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের ভিত্তিতে সমস্যার জট খুলতে শুরু করবে।"

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন,
"আসুন, আজকের কর্মশালার মাধ্যমে আমরা সবাই প্রতিজ্ঞা করি—যদি দেশের মানুষ আমাদের সুযোগ দেয়, তাহলে আমরা প্রত্যেকে সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব।"

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে শ্যামপুরের কদমতলীর বালুর মাঠে আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ সালাহউদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।

Leave Your Comments