সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

Date: 2025-02-02
news-banner

 আওয়ামী সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন দুদকের পক্ষে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন কমিশনের উপপরিচালক মনিরুল ইসলাম। আবেদনে উল্লেখ করা হয়, আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে ঠিকাদারি কাজে কমিশন গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া, তার নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টিও দুদকের অনুসন্ধানাধীন রয়েছে।

বিশ্বস্ত সূত্রের বরাতে দুদকের আবেদনে আরও বলা হয়, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তার বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি।

আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক মন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। এই আদেশের ফলে আ ক ম মোজাম্মেল হক আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। সম্পদের উৎস ও দুর্নীতির বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা শিগগিরই নেওয়া হতে পারে বলে দুদক সূত্র জানিয়েছে।

Leave Your Comments