মঙ্গলবার (৭ জানুয়ারি) ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে এক বৈঠকে অর্থ পাচার প্রতিরোধ এবং বিদেশে পাচার হওয়া বাংলাদেশি নাগরিকদের অবৈধ সম্পদ পুনরুদ্ধারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা অতীতের শাসনামলের দুর্নীতি ও প্রকল্প সংক্রান্ত অসদাচরণের উল্লেখ করেন এবং দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরেন। উভয়পক্ষ বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের অভূতপূর্ব উন্নতির প্রশংসা করেন এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধে প্রচেষ্টা জোরদার করার বিষয়ে একমত হন।
বৈঠক শেষে নিকোলা বিয়ার বলেন, "অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিনিয়োগের জন্য যথেষ্ট স্থিতিশীল। আমি আশাবাদী, এ বছর আমরা পানি ও স্যানিটেশনসহ আমাদের প্রকল্পগুলোর অগ্রগতি দেখতে পাব।"
তিনি আরও বলেন, "সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে অগ্রসর হবে। এটি বাংলাদেশি নাগরিক ও সংস্থাগুলোর ওপর নির্ভর করবে। তবে আমরা আশ্বস্ত করছি যে ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে ইইউ পাশে থাকবে।"
বিয়ার জানান, বৈঠকে আন্তর্জাতিক সম্পর্ক এবং সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। তিনি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইইউর অর্থায়ন কার্যক্রমের তত্ত্বাবধায়ক হিসেবে বাংলাদেশের প্রতি ইইউর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র উপদেষ্টার এই বৈঠককে দেশের আর্থিক খাতের স্বচ্ছতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ও ইইউর অংশীদারিত্ব আরও দৃঢ় করার একটি পদক্ষেপ বলেও বিশ্লেষকরা মনে করছেন।