জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “গুম ও হত্যায় জড়িত থাকার অভিযোগে ২২ জনের পাসপোর্ট ইতোমধ্যে বাতিল করা হয়েছে। একই সঙ্গে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় জড়িত ৭৫ জনের পাসপোর্টও বাতিল করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার নামও রয়েছে।”
তিনি আরও বলেন, “ই-পাসপোর্ট চালুর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট বিষয়ক তথ্য সহজে মোবাইল এসএমএসের মাধ্যমে পেতে পারবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে এবং পাসপোর্ট পরিষেবাকে সহজতর করতে সরকার এই উদ্যোগ নিয়েছে।”
দালালচক্র নির্মূল নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে উপ-প্রেস সচিব বলেন, “পাসপোর্ট অফিসের আশপাশে কিছু দোকানের মাধ্যমে দালালচক্র সক্রিয় ছিল। এখন থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে পাসপোর্ট আবেদন ব্যবস্থা কার্যকর করা হবে, যা দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করবে।”
শিক্ষার্থীদের পাঠ্যবই সরবরাহে সরকারের অঙ্গীকারের কথা জানিয়ে তিনি বলেন, “চলতি মাসের মধ্যে সব পাঠ্যবই ছাপার কাজ সম্পন্ন হবে। যদিও এবছর অনেক শিক্ষার্থী সময়মতো বই পায়নি, এ জন্য সরকার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বইগুলো দেশের ভেতরেই ছাপানো হওয়ায় কিছুটা সময় লেগেছে।”
সরকারের এই উদ্যোগগুলো জনসাধারণের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন আবুল কালাম আজাদ মজুমদার।