সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরুন্নবী জুয়েল। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি স. ম. আফছার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, উপজেলা জামায়াতের আমীর খ. ম. সাকলাইন, বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহম্মেদ সোহেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, তাড়াশ প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিলিন হোসেন প্রমুখ।
সভায় নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “শ্রেণী পরিবর্তন করে তিন ফসলী জমিতে পুকুর খনন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। জলাবদ্ধতা দূরীকরণে পানি প্রবাহের সকল পথ উন্মুক্ত করতে হবে। মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার গুণগত মানোন্নয়নে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীদের শ্রেণিকক্ষে ফিরে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি।”
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ জেলা প্রশাসকের এই উদ্যোগগুলোকে স্বাগত জানান এবং তাড়াশ উপজেলাকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে তাদের সহযোগিতার আশ্বাস দেন।