রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ সোমবার (৬ জানুয়ারি) বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেছেন।
অধ্যাপক তোফায়েল আহমেদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে মেম্বার পদের ক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষক এবং অন্যান্য চাকুরিজীবীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া যেতে পারে। বিশেষ করে বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে এই সুযোগ তাদের আর্থিক সমস্যার সমাধানে সহায়ক হতে পারে। শিক্ষকরা এটি পার্ট টাইম কাজ হিসেবে গ্রহণ করতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।
সভায় অধ্যাপক তোফায়েল জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে সুপারিশ পাওয়া গেছে। সাধারণ মানুষ এবং স্থানীয় পর্যায়ের নেতারা মনে করছেন, নির্বাচিত স্থানীয় প্রতিনিধির অনুপস্থিতিতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
তিনি বলেন, বেশিরভাগ পৌরসভার আর্থিক অবস্থা খারাপ। কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে। তাই পৌরসভাগুলো বিলুপ্ত করে ইউনিয়ন পরিষদের সঙ্গে একীভূত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
অধ্যাপক তোফায়েল আহমেদ উল্লেখ করেন, স্থানীয় সরকারে নারী প্রতিনিধিরা বঞ্চনার শিকার হন এবং তাদের কাজের সুযোগ সীমিত। তিনি নারী আসনে ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচন করার প্রস্তাব দেন।
- বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধ: একক প্রার্থী থাকলে পুনরায় তফসিল ঘোষণা করার প্রস্তাব।
- ‘না’ ভোটের বিধান: কোনো প্রার্থী পছন্দ না হলে ভোটাররা ‘না’ ভোট দিতে পারবেন। ‘না’ ভোট বেশি হলে পুনরায় নির্বাচন আয়োজনের প্রস্তাব।
- জনপ্রতিনিধিদের স্বাধীনতা: সরকারি সিদ্ধান্ত ও অনুমোদনে জনপ্রতিনিধিদের ভূমিকা নিশ্চিত করার এবং সংসদ সদস্যদের প্রভাবমুক্ত রাখার প্রস্তাব।
- কার্যক্রমের মূল্যায়ন: প্রতিবছর জনপ্রতিনিধিদের কার্যক্রম মূল্যায়ন করার নীতিমালার প্রস্তাব।
স্থানীয় সরকারের কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে রাজনৈতিক হস্তক্ষেপ কমানো জরুরি। পাশাপাশি, স্থানীয় সরকার নির্বাচনের সমস্ত দায়িত্ব সরাসরি নির্বাচন কমিশনের অধীনে রাখার প্রস্তাবও তিনি দিয়েছেন।
সংস্কার কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনতে মনিটরিং বডি গঠন এবং স্বাধীন কমিশন গঠন করার বিষয়টি বিবেচনায় রয়েছে।