গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

Date: 2025-01-03
news-banner

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় জাহিদ হাসান (৩০) নামে এক মসজিদের ইমাম মারা গেছেন। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল বেলা গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জাহিদ হাসান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কালুগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি ছোলায়মান আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন স্থানীয়দের বরাতে জানিয়েছেন, জাহিদ হাসান মোটরসাইকেলযোগে তার কর্মস্থল বগুড়ায় যাচ্ছিলেন। পশ্চিম চৌমাথা এলাকায় পৌঁছানোর পর তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে তার মোটরসাইকেল রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ওসি মোজাফফর হোসেন নিশ্চিত করেছেন যে, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave Your Comments