শিক্ষকতা পেশাকে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

Date: 2025-01-02
news-banner

মেধাবীদের শিক্ষকতা পেশায় আসার প্রতি উৎসাহিত করতে শিক্ষকতাকে বাংলাদেশের প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বারে সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, "শিক্ষকরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলেন। তাই তাঁদের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করতে হবে। শিক্ষকদের বিদায় বলে কিছু নেই। বরং অবসরের পর তাঁদের দায়িত্ব আরও বেড়ে যায়। আগে তাঁরা শুধু স্কুল নিয়ে ভাবতেন। এখন তাঁরা বৃহত্তর পরিসরে সমাজের দায়িত্ব পালন করবেন।"

অনুষ্ঠানটি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরের বিদায় উপলক্ষে আয়োজন করা হয়। বিদ্যালয়ের বিএনসিসি ও স্কাউট দলের সদস্যরা তাঁদের গার্ড অব অনার প্রদান করেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে এবং শিক্ষক অলিউল্লাহ খানের সঞ্চালনায় বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী ও অতিথি হাসনাত আব্দুল্লাহ, সহকারী শিক্ষক মিতা বেগম, আজিজুর রহমান এবং মো. মোশাররফ হোসেন। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের গভীরতা ও শিক্ষকদের অবদানকে স্মরণ করার এক অনন্য উদাহরণ হয়ে থাকল।

Leave Your Comments