সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে তাড়াশ উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকিরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের খেলাধুলার মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
র্যালি শেষে স্থানীয় খেলাধুলার মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. নাঈম হাসান।
আলোচনায় বক্তারা ছাত্রদলের ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে সংগঠনের মূলনীতি ধারণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।