রাজধানীতে ইংরেজী নববর্ষ উদযাপনে আতশবাজি ও ফানুস থেকে অগ্নিকাণ্ড

Date: 2025-01-01
news-banner

ইংরেজী নববর্ষ উদযাপনের অংশ হিসেবে আতশবাজি ও ফানুস উড়ানোর কারণে রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিরপুর ও ধানমন্ডিসহ বেশ কিছু এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, মঙ্গলবার (১ জানুয়ারি) দিবাগত রাতে মিরপুর ১১ নম্বর এলাকায় একটি ডাস্টবিনের ময়লায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, রাত ১২টা ৫৩ মিনিটে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের পেছনের একটি দোকানে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক নিশ্চিত করেছেন যে, দুটি অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা মনে করছেন, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় আতশবাজি ও ফানুসের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

এ ঘটনায় এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে আতশবাজি ও ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে বলে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টরা সতর্ক করেছেন।

Leave Your Comments