খ্রিস্টীয় নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

Date: 2024-12-31
news-banner

 খ্রিস্টীয় নতুন বছর ২০২৫ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

নববর্ষ উপলক্ষে বুধবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, “নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে এবং সুন্দর আগামীর পথে নব উদ্যমে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়। এই মাহেন্দ্রক্ষণে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির শিখরে আরোহণে আমরা অঙ্গীকারবদ্ধ।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার লাখো শহিদের রক্তে অর্জিত স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। দেশের মানুষের সার্বিক কল্যাণে আমাদের সর্বশক্তি নিয়োগ করবো এবং যেকোনো সন্ত্রাসবাদ ও অপশক্তিকে প্রতিহত করবো।”

তিনি বলেন, “নতুন বছরে মানুষে-মানুষে সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক। খ্রিস্টীয় নতুন বছর ২০২৫ সকলের জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”

প্রধান উপদেষ্টা তার বার্তায় নতুন বছরের চেতনায় দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি জনগণের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় সহযোগিতার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

প্রফেসর ইউনূস তার বাণীতে দেশের মানুষকে ভালোবাসার এবং তাদের কল্যাণে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। নতুন বছরে সরকারের লক্ষ্য এবং মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ প্রয়াসের প্রতি জনগণের আস্থা বাড়ানোর আহ্বান জানান।

Leave Your Comments