দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান: সাত দিনের মধ্যে সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করবেন দুদক চেয়ারম্যান

Date: 2024-12-11
news-banner

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে তিনি তার সম্পদের হিসাব জমা দেবেন এবং তা জনসম্মুখে প্রকাশ করবেন। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন কমিশনার ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

এর আগে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক বিবৃতিতে নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও কমিশনারদের স্বচ্ছতা নিশ্চিত করতে তাদের আয় ও সম্পদের বিবরণী প্রকাশের আহ্বান জানায়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে দুদক চেয়ারম্যান বলেন, “আগামী সাত দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দেবো এবং এটি জনসম্মুখে প্রকাশ করা হবে।”

তিনি আরও বলেন, “যেখান থেকে দুর্নীতির নবজাগরণের সৃষ্টি, সেটি হলো বৈষম্য। বৈষম্য মানেই দুর্নীতি। আমরা যদি দুর্নীতিকে কমিয়ে আনতে পারি, তবে বৈষম্যও ক্রমশ হ্রাস পাবে। দুর্নীতি একেবারে নির্মূল না হলেও আমরা চেষ্টা করব বড় ধরনের দুর্নীতি ও রাষ্ট্রের ক্ষতি ঠেকাতে।”

বিকেল সাড়ে তিনটায় নতুন চেয়ারম্যান ও কমিশনার আজিজী দুদক কার্যালয়ে আসেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।

Leave Your Comments