ইউক্রেনের প্রকিপ এখন বাংলাদেশের জামাই

Date: 2024-12-30
news-banner

ফেসবুকে পরিচয় থেকে শুরু, দুই বছরের গভীর প্রেম পাড়ি দিয়েছে ছয় হাজার কিলোমিটার দূরত্ব। ভালোবাসার শক্তি জয় করেছে ধর্ম, দেশ ও সংস্কৃতির সব বাধা। ইউক্রেনের নাগরিক অ্যান্দ্রো প্রকিপ এখন মোহাম্মদ প্রকিপ। আর তার জীবনসঙ্গিনী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মেয়ে বৃষ্টি আক্তার, যিনি এখন পরিচিত বৃষ্টি প্রকিপ নামে।

ফেসবুকে বন্ধুত্বের মাধ্যমে শুরু হওয়া এ সম্পর্কের যাত্রা শুরু হয় দুই বছর আগে। ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশে এসে বৃষ্টির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রকিপ। বৃষ্টি জানান, ফেসবুকে রিকোয়েস্ট পাঠানোর পর থেকেই নিয়মিত কথা বলা শুরু হয় তাদের। আন্তরিকতা ও প্রতিশ্রুতি তাদের সম্পর্ককে গভীর করে তোলে।

প্রকিপ জানান, বৃষ্টির প্রতি তার ভালোবাসা এবং বাংলাদেশের সংস্কৃতি তাকে গভীরভাবে আকৃষ্ট করে। তার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। প্রকিপের ভাষায়, “বাংলাদেশের মানুষ এবং সংস্কৃতি আমাকে টানে। আমি এখানে থাকতে পেরে খুব খুশি।”

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কালাছড়া গ্রামে এই বিয়ে নিয়ে চলছে উৎসবের আমেজ। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফরহাদ আলী জানান, “দূরদেশের মানুষ এখানে এসে বিয়ে করেছে—এটি গ্রামের মানুষের জন্য একটি ব্যতিক্রমী ঘটনা। তাদের দেখতে দূরদূরান্ত থেকে লোকজন ভিড় করছে।”

বৃষ্টি জানিয়েছেন, ভবিষ্যতে তারা বিদেশে বসবাসের পরিকল্পনা করছেন। তবে আপাতত তারা একে অপরের সঙ্গে সুখী জীবন কাটাতে প্রস্তুত।

প্রকিপ ও বৃষ্টির এই প্রেমের গল্প প্রমাণ করে যে ভালোবাসার কোনো সীমা নেই। তাদের গল্প শুধু একটি দম্পতির নয়, এটি ভালোবাসার অটুট শক্তির উদাহরণ। তাদের সুখী দাম্পত্য জীবন কামনা করেন সবাই।

Leave Your Comments