দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন

Date: 2024-12-30
news-banner

দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। টাঙ্গাইল, চট্টগ্রাম, দিনাজপুর ও নাটোরে এই নতুন নিয়োগ কার্যকর করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, টাঙ্গাইলের বর্তমান পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রামে পদায়ন করা হয়েছে। অপরদিকে, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. মিজানুর রহমানকে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নাটোর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুরে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসানকে সিআইডির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজি) আবু হাসান মুহাম্মদ তারিককে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই পদায়নের ফলে সংশ্লিষ্ট জেলাগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Leave Your Comments