হামজা এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব

Date: 2024-12-30
news-banner

চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ। সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মধু জানান, উপসচিব দিলীপ কুমার দেবনাথ চট্টগ্রাম থেকে হামজা এক্সপ্রেস পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৪-০২৫৬) করে ঢাকায় আসছিলেন। তার গন্তব্য ছিল যাত্রাবাড়ী। তবে যাত্রাবাড়ীতে না নেমে তিনি সায়েদাবাদ বাস টার্মিনালে চলে আসেন। বাসের সুপারভাইজার পারভেজ তাকে অনেকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অচেতন অবস্থায় পান।

সুপারভাইজার বিষয়টি পুলিশকে জানালে, তারা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এসআই মধু আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তবে তার কাছ থেকে কোনো জিনিসপত্র খোয়া গেছে কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ধরনের ঘটনায় বাসযাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। অজ্ঞান পার্টি সাধারণত যাত্রীদের সঙ্গে মিশে গিয়ে খাবার বা পানীয়র মাধ্যমে তাদের অচেতন করে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়।

পুলিশ ঘটনার বিষয়ে আরও তদন্ত করছে। অজ্ঞান পার্টির সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave Your Comments