ধর্ষণের বিচার না পেয়ে চোখ হারানো মাদরাসাছাত্রীর মৃত্যু: বিজয় দিবসে পরিবারে শোকের ছায়া

Date: 2024-12-17
news-banner

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নে ধর্ষণের শিকার এক মাদরাসাছাত্রী অবশেষে চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছে। বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) পরাজয়ের গ্লানি নিয়ে নিজ বাড়িতে নিঃশেষ হয় এই ভুক্তভোগী। বিচার না পাওয়ার হতাশা ও অর্থনৈতিক সংকটে চিকিৎসা না করতে পারায় আজও পরিবারটি দিশেহারা।

জানা গেছে, ধর্ষণের শিকার ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল সিংরইল ইউনিয়নের কুচুরী চরপাড়ার হানিফ মিয়ার ছেলে মো. হোসাইন। হোসাইন বাকচান্দা আব্দুস সামাদ অ্যাকাডেমির দশম শ্রেণির ছাত্র। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ১ জুন ছাত্রীটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় দলবল নিয়ে তাকে অপহরণ করে নারায়ণগঞ্জে নিয়ে যায় হোসাইন।

এ ঘটনায় ছাত্রীর পরিবার থানায় অভিযোগ করতে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অস্থিরতার কারণে কোনো ধরনের আইনি সহযোগিতা পায়নি। ফলে ওই ছাত্রীকে উদ্ধারের পথও বন্ধ হয়ে যায়।

দীর্ঘ তিন মাস পর, গত ৬ সেপ্টেম্বর দুপুরে ছাত্রীটিকে গুরুতর আহত অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে যায় হোসাইন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকার আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করান। চিকিৎসকরা জানিয়ে দেন, তার ডান চোখটি বাঁচানো সম্ভব নয়। আঘাত গুরুতর হওয়ায় ডান চোখটি কেটে ফেলতে হয় এবং পরে তা ফ্রিজে সংরক্ষিত রাখা হয়।

এই ঘটনার পর ছাত্রীর পরিবার ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। তবে এখনো ধর্ষণে অভিযুক্ত হোসাইনকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে নির্যাতনের ক্ষত এবং অবহেলার কারণে মাদরাসাছাত্রীটি নিজ বাড়িতে মারা যায়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহম্মেদ বলেন, “আমরা মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নিয়েছি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।”

ভুক্তভোগীর মা-বাবা বিচারহীনতা ও অবহেলার কারণে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তারা অভিযোগ করেন, আইনি সহায়তা না পাওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি। মেয়ের চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় আজ তাদের হাতে মৃত্যু দেখতে হলো।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা ধর্ষণের শিকার ছাত্রীটির জন্য ন্যায়বিচার এবং অভিযুক্ত হোসাইনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Leave Your Comments