সোনারগাঁয়ে বিজয় দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

Date: 2024-12-16
news-banner

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় দিবস উপলক্ষে বিজয় স্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সোনারগাঁ উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়

সকাল ১০টায় উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান তার সমর্থকদের নিয়ে বিজয় স্তম্ভে ফুল দেন। পরে বেলা ১১টায় সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম তার সমর্থকদের নিয়ে একই স্থানে ফুল দিতে আসেন। এ সময় মান্নানের সমর্থকরা উপজেলা চত্বর ত্যাগ করার সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মান্নান গ্রুপের মোবারক হোসেন, মামুন মিয়া, রিফাত হোসেন, রনি এবং রেজাউল করিম গ্রুপের নুর এ ইয়াছিন নোবেল, শাহপরান, আনোয়ার, হাবিবুর রহমানসহ অন্তত ১০ জন আহত হন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর অভিযোগ করেন, "সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমকে নিয়ে আমরা ফুল দেওয়ার সময় মান্নানের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাফিলতি ছিল।"

অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, "রেজাউল করিম স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজনকে নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে আমার বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।"

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, "সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।"

উপজেলা চত্বরে এখনো উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে এমন সংঘর্ষের ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন।



Leave Your Comments