তাড়াশে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

Date: 2024-12-16
news-banner

সিরাজগঞ্জের তাড়াশে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা। বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে সংবর্ধিত করা হয়। এই আয়োজনে তাঁদের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা মৎস্য অফিসার মশগুল আজাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন।

বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন আরশেদুল ইসলাম, এস.এম আব্দুর রাজ্জাক, করিম বকস এবং আব্দুর রহমান মিঞা প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।

Leave Your Comments