মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে ছাত্রশিবিরের বর্ণাঢ্য বিজয় র‍্যালি

Date: 2024-12-16
news-banner

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্রশিবির এক বর্ণাঢ্য বিজয় র‍্যালির আয়োজন করেছে। র‍্যালিটি সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর লালখানবাজার থেকে শুরু হয়ে দুই নম্বর গেট এলাকায় এসে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’, ‘মহান বিজয় দিবস সফল হোক’, ‘দিল্লি না ঢাকা- ঢাকা ঢাকা’, ‘দালালি না আজাদী- আজাদী আজাদী’ প্রভৃতি স্লোগান দেন।

র‍্যালি শেষে দুই নম্বর গেট এলাকায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় প্লানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ডা. উসামা রাইয়ান, চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম এবং দক্ষিণের সভাপতি শহিদুল ইসলাম।

সমাবেশে শিবিরের বিভিন্ন শাখা ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

ছাত্রশিবিরের এ বিজয় র‍্যালি ও সমাবেশ চট্টগ্রামে বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলে।

Leave Your Comments