বিজয় দিবসে দেশের কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন

Date: 2024-12-16
news-banner

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশের সব কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। বন্দিদের জন্য এই দিনটি আনন্দময় করতে বিশেষ মেন্যুর আয়োজন করা হয়েছে, যেখানে রয়েছে উন্নতমানের বিভিন্ন খাবার।

কারাসূত্র জানায়, সকালে বন্দিদের পরিবেশন করা হয়েছে খিচুড়ি, ডিম, পায়েস, সেমাই এবং মুড়ি। দুপুরের খাবারে রাখা হয়েছে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, ডাল ভুনা, ডিম, মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি। রাতে থাকবে সাদা ভাত, আলুর দম এবং মাছ ভাজা।

ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, বিজয় দিবস উপলক্ষ্যে বন্দিদের জন্য এই বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। তবে রাতের খাবার প্রতিদিনের মতোই সাধারণ হবে।

এর আগে, গত ১২ ডিসেম্বর কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক নোটিশে ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়। নোটিশে সরকারিভাবে জনপ্রতি ১৫০ টাকা বরাদ্দের কথা উল্লেখ করে তা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।

এই বিশেষ খাবারের আয়োজন বন্দিদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে। কারা কর্তৃপক্ষের এমন উদ্যোগ বন্দিদের মধ্যে বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এক মানবিক উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।

Leave Your Comments