মহান বিজয় দিবস উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট অবমুক্ত

Date: 2024-12-15
news-banner

মহান বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনুষ্ঠানে তিনি এ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। এছাড়াও ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস. এম. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এ উপলক্ষে প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাক বাক্স এবং ‘ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ’ শীর্ষক একটি বই উপহার দেন।

ডাক বিভাগের এই উদ্যোগ মহান বিজয় দিবসের তাৎপর্য ও গৌরবের স্মারক হিসেবে দেশের জনগণের কাছে বিশেষভাবে গুরুত্ব বহন করবে। অনুষ্ঠানের পরিবেশ ছিল উৎসবমুখর এবং এতে বিজয় দিবসের চেতনাকে আরও জাগ্রত করার প্রতি গুরুত্ব দেওয়া হয়।

অবমুক্ত স্মারকগুলো ডাক বিভাগের নির্ধারিত কেন্দ্রগুলোতে পাওয়া যাবে বলে জানিয়েছেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক।

Leave Your Comments