যশোরের মণিরামপুরে মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত, আহত ১

Date: 2024-12-15
news-banner

যশোরের মণিরামপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের চালকিডাঙ্গা বাজার-সংলগ্ন সিটি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার খড়কী এলাকার মুনছুর আলীর ছেলে হাফিজুর রহমান (৪৮) এবং মণিরামপুর উপজেলার হরেরগাতি গ্রামের আহাদ আলী মোড়লের ছেলে আশাবুল ইসলাম (১৮)। গুরুতর আহত চালকিডাঙ্গা গ্রামের ইমন (২০) বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মণিরামপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আমিনুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ইমনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।”

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, “দুটি মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণহানির এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার মোটরসাইকেল দুটি থানায় হেফাজতে রাখা হয়েছে।”

পুলিশের পক্ষ থেকে এ দুর্ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে। আহত ইমনের শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট পেতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave Your Comments