তাড়াশে মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিজয়মেলার উদ্বোধন

Date: 2024-12-15
news-banner

সিরাজগঞ্জের তাড়াশে মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিজয়মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও সুইচিং মং মারমা বলেন, "সরকারের নির্দেশনা অনুযায়ী এ বিজয়মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসামগ্রীর প্রদর্শনী সকলের মন জয় করেছে। বিজয়ের গৌরবময় স্মৃতিকে ধরে রাখতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।"

মেলায় কুঠির শিল্প, হস্তশিল্প, পিঠা-পুলি, কারুশিল্প, এবং বিজয় দিবসের তাৎপর্য নিয়ে লেখা বইয়ের স্টলসহ অর্ধশতাধিক স্টল স্থান পেয়েছে।

উদ্বোধনের পর ইউএনও মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, মেলা জনসাধারণের জন্য বিজয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের পণ্য তুলে ধরার দারুণ সুযোগ তৈরি করেছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল, এবং তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ প্রমুখ।

তিন দিনব্যাপী এ মেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর মাধ্যমে বিজয় দিবস উদযাপনকে আরও বর্ণিল করে তুলবে বলে আশা করা হচ্ছে।

Leave Your Comments